প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৩০, ২০২২ সময়ঃ ৬:২৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের নিমতলা বরুয়াই এলাকায় এক সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত দম্পতির নাম শারমিন আক্তার। সে রহিমগঞ্জ ইউনিয়ন বরুয়াই গ্রামের দৌলত মিয়ার মেয়ে। তার একটি শিশু মেয়ে সন্তান রয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় শারমিন আক্তার রহিমগঞ্জ ইউনিয়ন বরুয়াই গ্রামে পিতার বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে ।
নিহত শারমিনের বাবা দৌলত মিয়া বলেন, গত ২৫ নভেম্বর শুক্রবার তার মেয়ে শারমিন আক্তার ৪ বছরের শিশু সন্তান কে নিয়ে আমার বাড়ীতে আসে । মেয়ের মুখ থেকে জানতে পারি তার স্বামী সেলিম মিয়া শারিরীক নির্যাতন করে অটোতে করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। নিহত শারমিনের মা কল্পনা বেগম বলেন, পয়ারী ইউনিয়নের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজনের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন। এলাকাবাসী পুলিশ কে অবগত করে ।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কি কারণে আত্মহত্যা করেছে এখনো সঠিক কারণ জানা যায়নি।