প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ

Spread the love

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদের দর্শন বিভাগের করিডরে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহাকারী অধ্যাপক মুশফিকুর রহমান (হীরক)। সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com