প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৪, ২০২২ সময়ঃ ৭:২৪ অপরাহ্ণ

Spread the love

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত মার্কেটিং বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের জন্য মার্কেটিং ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্লাবের লোগে উন্মোচন করেন। তিনি ক্লাবটির প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা যে ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করতে পেরছ এজন্য তোমাদেরকে আমি স্বাগত জানাই। এধরনের ক্লাব আমাদের কানেকটিভিটি বাড়াতে, নেটওয়ার্কিং তৈরিতে খুব সহায়তা করে। খুব দ্রুত দেশসেরা কোন কপোর্রেট প্রতিষ্ঠনের কাউকে বিভাগের একটি অনুষ্ঠান আয়োজনে আমরা চেষ্টা করবো।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com