প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১২, ২০২২ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে বিভিন্ন ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল বাজার রোডে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন।

এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে দি নিউ ফার্মেসিকে ৫ হাজার টাকা, রফিক ফার্মেসিকে ২০ হাজার টাকা, ফরহাদ ফার্মেসিকে ৫ হাজার এবং মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে জীবন স্টোরকে ৩ হাজার জরিমানা করা হয়। এছাড়া সিংগার শোরুমে তদারকি করে কোনও অনিয়ম পাওয়া যায় নি।

ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নিশাত মেহের বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com