প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৫, ২০২২ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ

Spread the love

জহিরুল কাদের কবীর, ত্রিশাল থেকে।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন।
৫ আগস্ট শুক্রবার সকালে উপজেলা প্রশাসন চত্ত্বর শহীদ ক্যাপ্টেন বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে রাশেদুজ্জামান হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল মতিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আবুল কালাম শামছুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষকলীগ সভাপতির মেজবাহ উদ্দিন উজ্জল, বিভাগীয় কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে মোনাজাত করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com