প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৯, ২০২২ সময়ঃ ৮:৪৪ অপরাহ্ণ

এম এস মনির চট্টগ্রাম বিভাগীর ব‍্যুরো প্রধান।।

পোশাক শিল্পের রপ্তানিবাহী কনটেইনার জাহাজে তোলার নির্ধারিত সময়সীমা (কাট অফ টাইম) ছয় মাসের জন্য শিথিল করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পোশাক কারখানা মালিকদের অনুরোধে আগামী ৩১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের এ আদেশ বলবৎ থাকছে। তবে পোশাক ছাড়া অন্য খাতের পণ্য আমদানিকারকরা এ সুবিধা পাবেন না।
মঙ্গলবার (২৯ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. উমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ‘কাট অফ টাইম’ অনুসারে পোশাক পণ্য নিতে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ ভেড়ার দিন রাত আটটার আগেই সব কনটেইনার বিভিন্ন ডিপো থেকে বন্দরের ইয়ার্ডে আনার বাধ্যবাধকতা আছে। তবে বন্দরের নতুন সিদ্ধান্ত অনুসারে জাহাজ জেটিতে আসার পরদিন রাত আটটা পর্যন্ত কন্টেইনার জাহাজে তোলার সুযোগ পাচ্ছেন রপ্তানিকারকরা। এতে করে পোশাক কারখানার মালিকরা ২৪ ঘণ্টা বেশি সময় পাবেন। তবে জাহাজে কনটেইনার উঠা-নামায় শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

জানা গেছে, পোশাক শিল্পের রপ্তানিবাহী কনটেইনার জাহাজে তোলার জন্য নির্ধারিত সময়সীমা (কাট অফ টাইম) চালু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে করে কোন সময়ের মধ্যে কি পরিমাণ পণ্য বন্দরের ইয়ার্ডে আনা হবে বা জাহাজে তোলা যাবে সে ব্যাপারে পণ্যের রপ্তানিকারক ও বন্দর কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিতে পারেন। পণ্য রপ্তানিতে একটা শৃঙ্খলা বজায় থাকে। তবে পোশাক কারখানা মালিকদের অনুরোধের কারণে বার বার চেষ্টা করেও বন্দর কর্তৃপক্ষ ‘কাট অফ টাইম’র বিষয়টি বাস্তবায়ন করতে পারেনি।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম  বলেন, বন্দরে যেন কনটেইনার জট না হয় এজন্য ‘কাট অফ টাইম’ চালু করেছে বন্দর। বিভিন্ন পোশাক কারখানা মালিকদের কাছ থেকে জানতে পেরে আমরা সংগঠনের পক্ষ থেকে বন্দরকে ‘কাট অফ টাইম’ বাড়াতে চিঠি দিই। কারণ পোশাক তৈরি হবার পর তা কারখানা থেকে অফডকে, সেখান থেকে ইয়ার্ডে যেতে একটু সময় লাগে। দ্রুত কনটেইনার শিপমেন্ট করতে পারলে তো তা কারখানা মালিকদের জন্য ভালো।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. উমর ফারুক  বলেন, বিজিএমইএ’র আবেদনের প্রেক্ষিতে পোশাক শিল্পের রপ্তানি পণ্যবাহী কনটেইনারের জন্য ‘কাট অফ টাইম’ ২৪ ঘন্টা বাড়ানো হয়েছে। তারা এ সুবিধা আগামী ৩১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাবেন। কাট অফ টাইমের সময়সীমা শেষ হবার আগে কনটেইনার স্টাফিংয়ের কাজ শেষ করার জন্য পণ্যগুলো অগ্রিম স্টাফিং পয়েন্টে পৌঁছাতে রপ্তানিকারক ও অফডকগুলোকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জাহাজ ছাড়ার তিনঘণ্টা আগে বন্দরের ইয়ার্ডে কনটেইনার প্রবেশ করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফডকগুলোকে বলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com