প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৮, ২০২৫ সময়ঃ ২:২১ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে লাল মিয়া (৩২) ও রোকেয়া বেগম (৫৫) নামে দুইজন নিহত এবং দুই মহিলাসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে ভালুকা ভালুকা সরকারী হাসপাতাল ও পে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী দাখিল মাদরাসার সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকাগামী একটি হায়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রংসাইডে চলে গিয়ে বিপরীতগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির ৫ যাত্রী ও মাইক্রোর চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পূর্বভালুকা মন্ডল পাড়ার আজগর আলী ওরফে ইনতাজ আলীর ছেলে লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত লাল মিয়া পূর্বভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। এ সময় নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), একই বাড়ির সূর্যত আলীর স্ত্রী রোকেয়া (৫৫), জোৎ¯œা আরা ও সিএনজি চালক রোমানসহ পাঁচজন আহত হন। পরে অপরাপর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোকেয়া বেগম নামে এক মহিলাও মারা যান।
ভালুকা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, মাইক্রোবাস সিএনজি সংঘর্ষের ঘটনায় পাঁজজন আহত হন। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি সংঘর্ষের ঘটনায় ১ জন মারা গেছেন এবং পাঁজজন আহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com