প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৭, ২০২৫ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রথম শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল বেপারী’র ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পৌরশহরের রাঘাইচটি গ্রামে মরহুমের বাসভবনে এ অনুষ্ঠানে আয়োজন করে শহীদ আব্দুল বেপারী পরিবারের সদস্যবৃন্দ।

গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা সভা অংশ নেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, ময়মনসিংহ প্রেসক্লাব সেক্রেটারী মো: সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম. এহছান এডভোকেট, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এবং মরহুমের পুত্র ব্যবসায়ী আমিনুল হক কামাল ও নাতী আল আমিন জনি প্রমূখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে ১৭ এপ্রিল সকাল নয়টার পাকিস্তানী হানাদার বাহিনীর বোমারু বিমান গফরগাঁও বাজারে আক্রমণ করে। বোমা নিক্ষেপ ও মেশিন গানের গুলি ছুঁড়লে ঐ গুলিতে আব্দুল বেপারী শহীদ হন। এবং তিনি ছিলেন গফরগাঁওয়ের প্রথম শহীদ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। দেশ স্বাধীনের পর গফরগাঁও বাজার প্রবেশ পথে শহীদ আব্দুল বেপারী নামে তোরণ নির্মাণে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম। তোরণটি নতুন করে নির্মাণে জন্য ভেঙে ফেলা হলেও দীর্ঘদিনে নির্মাণ করা হয়নি। পরিবারের দাবি দ্রুত শহীদ আব্দুল বেপারী তোরণটি নির্মাণ করা হোক।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com