প্রকাশিত হয়েছেঃ মার্চ ২২, ২০২২ সময়ঃ ৩:২৯ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের সদর উপজেলায় মা’কে হত্যার দায়ে ছেলে আব্দুল মান্নান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

জানা যায়, সোমবার সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়া এলাকার মৃত জবান আলীর স্ত্রী হাফিজা খাতুনের সঙ্গে তার পুত্রবধূ হাজেরা খাতুনের (৪০) ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে কলহের জের ধরেই মাকে ধাক্কা দিয়ে রেল লাইনের পাতের উপর ফেলে দিয়ে পালিয়ে যায়। এতে ভিকটিম মা হাফিজা খাতুন অচেতন হয়ে পড়লে আশপাশের লোকজন আহত  উদ্ধার করে হসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করে।

এই ঘটনায় ভিকটিমের অপর ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে মোঃ আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী
হাজেরা খাতুন (৪০) কে আসামী করে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন । যার  মামলা নং ৮২ তারিখ ২২/০৩/২০২২ ধারা ৩০২/৩৪ পেনাল কোড রুজু করে।

ঘটনার পর থেকে নিহতের ছেলে আব্দুল মান্নান ও তার স্ত্রী হাজেরা খাতুন পলাতক থাকায় তাদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে মূল  আসামি  আব্দুল মান্নান কে গ্রেফতার করা হয়েছে। ও তার স্ত্রী হাজেরা খাতুন পলাতক রয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিল-ঘুষিতে নিহত হাফিজা খাতুনের (৭০) ছেলে আব্দুল মান্নানকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান- মান্নানের সাথে ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। তার মা ভাইদের পক্ষ নেওয়ায় ঝগড়ার এক পর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনায় অপর আসামি মান্নানের স্ত্রী হাজেরাকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com