প্রকাশিত হয়েছেঃ মার্চ ৮, ২০২২ সময়ঃ ৭:১৫ অপরাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা,৮ মার্চ।।

ভালুকায় ভেজাল সয়াবিন তৈল প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করার অভিযোগে একটি কারখানার অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। ৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইন্তারঘাট এলাকায় এই অভিযান করা হয়। তবে অভিযানের আগেই মালামাল সরিয়ে ফেলেন কারখানার লোকজন।

এসময় কারখানার লোকজনও আত্মগোপন করেন। কারখানাটিতে রুপচাঁদাসহ বিভিন্ন ব্র্যান্ডের তৈলেরর মোরক ও স্টিকারের ছবি সোমবার সন্ধায় সংবাদকর্মীরা ক্যামেরাবন্ধি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।

পরে বিষয়টি প্রশাসন জানতে পেরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিমবট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্যাহ আল বাকিউল বারী অভিযান করেন। কিন্তু কারখানায় কোন মালামাল না পাওয়ায় কারখানাটি সিলগালা না করে মুচলেকা রেখে কারখানার মালিক আরিফ মাহমুদকে ছেড়ে দেয়। তিনি এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করে।
কারখানার বাহিরে প্লাষ্টিক কারখানার সাইবোর্ড টানানো ছিলো, আর  ভিতরে ভেজাল সোয়াবিল তেল তৈয়ার করে বাজারজাত করা হতো বলে স্থানীয়রা জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com