প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২ সময়ঃ ১০:৪০ অপরাহ্ণ

Spread the love

জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে এ ভুমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলায় আহত হয়েছেন ৪ জন।আহতরা হলেন, লাল মিয়ার ছেলে মনোয়ার আহমদ (২০) আনকার মিয়ার স্ত্রী ছানোয়ারা আক্তার বিলকিস (৩৫) মৃত ইয়াছিন উল্লার ছেলে লাল মিয়া (৭২) আনকার মিয়ার মেয়ে লিপি আক্তার (১৮) সর্ব সাং- বড়চেগ, ১নং রহিমপুর ইউনিয়নের,থানা কমলগঞ্জ জেলা মৌলভীবাজার।হামলার ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৪ ফ্রেব্রুয়ারী দুপুর ৩ টার সময় বাদীর বসত বাড়ির উঠানে। স্থানীয় এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রায় সময় একই গ্রামের  মৃত আকবর  আলীর ছেলে সমুজ মিয়া (৫৫) আমীর আলীর স্ত্রী লাকী বেগম (২৭) সমুজ মিয়ার স্ত্রী নিহারুন বেগম (৫০) সমুজ মিয়ার মেয়ে পপি বেগম (১৯) মৃত হাবিব মিয়ার ছেলে আমীর আলী (৪৩) সহ কয়েকজন প্রতিবেশী লাল মিয়ার বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে প্রাণে হত্যা করার হুমকি দিতো। ঘটনার দিন আহতদের বাড়ির উঠানে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাধা নিষেধ করলে সমুজ মিয়া গংরা দেশীয় অস্র নিয়ে হামলা করে মহিলাসহ ৪ জনকে রক্তাক্ত গুরুতর  জখমসহ আহত করে।স্থানীয়রা আহতদের উদ্বার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।ঘটনার দিন রাতে লাল মিয়ার ছেলে আনকার মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার বাদী ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com