প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১২, ২০২৫ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন গত বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন গফরগাঁও জে. এম. সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা আবুল হুসাইন।
উক্ত মাহফিলে সাভারে বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল বাছিত, ঢাকায় খিলক্ষেত জামিয়া আরাবিয়া সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি মনিরুজ্জামান খান, কিশোরগঞ্জের মাধখলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর আরিফ রব্বানী, শ্রীপুরের জামিয়া আহমাদিয়া আরাবিয়া মুহতামিম মাওলানা হুসাইন আহমাদ শিব্বির, গাজীপুরের দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মাওলানা ইখলাসুর রহমান হাবিবী ও উক্ত মাদরাসার মুহতামিম মোস্তাফিজুর রহমান (চরবহুলী)
সহ দেশবরেণ্য বিশিষ্ট আলেম- উলামায়ে কেরামগণ ওয়াজ করেন।
উক্ত সম্মেলনে মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন দেশবরেণ্য বিশিষ্ট আলেম -উলামায়ে কেরামগণ।
####

