প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) সাংবাদিক সমিতির সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট(জিটিআই) এর তত্ত্বাবধানে এবং বাকৃবি সাংবাদিক সমিতির অংশগ্রহণে “ট্রেনিং অন এথিক্যাল ইনোভেশন,ডাটা ড্রাইভেন জার্নালিজম এন্ড এ.আই রিপোর্টিং” শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, আহবায়ক, ডিন কাউন্সিল বাকৃবি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা বাকৃবি এবং ড. অনুরাধা ভদ্র, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট।জিটিআই পরিচালক প্রফেসর ড. মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং তাসমিম সিদ্দীকা ও তাহমিদা সোনিয়া’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাকৃবি সাংবাদিক সমিতির সহ সভাপতি

মোসাদ্দিকুল ইসলাম তানভীর ।এছাড়াও বক্তব্য প্রদান করেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান রনি।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর(অব:) ড. মো: নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, ইন্টারন্যাশনাল ডেস্ক এর পরিচালক প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম,প্রফেসর ড. শারমিন আক্তার, ডেপু রেজিস্ট্রার ড. মো: জহিরুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন , এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী কারণ এতে রিপোর্টিং এ কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে শেখার সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে এই প্রশিক্ষণ থেকে সাংবাদিকবৃন্দ উপকৃত হবেন।
উল্লেখ্য উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বাকৃবি সাংবাদিক সমিতির ১৯ জন এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের দুইজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com