প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা বিস্তারে অগ্রগামী প্রতিষ্ঠান ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ প্রতিযোগিতা ‘পিবাড়ীয়া গ্রুপ- ইসলামের আলো’ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার দিনব্যাপী উক্ত মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ৬টি বিভাগে উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পিবাড়ীয়া গ্রুপের দিনব্যাপী প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল ‘হিফজুল কুরআন’। এছাড়াও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর তেলাওয়াত, আযান-এককামত ও হামদ-নাত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে শত শত দর্শক-শ্রোতারা ছিলেন মুগ্ধ।

প্রতিযোগিতায় ৬টি বিভাগে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদের জন্য নগদ টাকা পুরস্কার, ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ১০০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের ওস্তাদদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আন্তর্জাতিক ক্বারি ও স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজ মাওলানা আবু সালে মোহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক হাফেজ ও ইসলামি স্কলার মুফতি মাওলানা জাকারিয়া মাহমুদ এর নেতৃত্বে ১৫ জন অভিজ্ঞ বিচারকমণ্ডলী, উক্ত মাদরাসার মুহতামিম মোস্তাফিজুর রহমান (চরবহুলী)সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যার পর শুরু হয় ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিরা।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com