প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১১, ২০২৫ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
মাত্র ২ লাখ টাকার জন্য অপারেশন করতে পারছেন না তাছলিমার আক্তার (৪৫)। গত তিন বছর ধরেই তিনি অসুস্থ্য। মেরুদন্ডের হাড় ক্ষয় হয়ে রগের সাথে মিশে গিয়ে ক্যান্সার হওয়ার উপক্রম তাছলিমা অজানা আশঙ্কার দিনাতিপাত করছেন হাসপাতাল বেডে শুয়ে। অথচ ২ লাখ টাকা হলেই অপরেশনের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন ডাক্তার। এদিকে তাছলিমার শারিরিক অবস্থা দিন দিন অবনতির পথে যাওয়ায় ভ্যান চালক স্বমী আব্দুল কাদের এখন আর তার স্ত্রীর খবর নিচ্ছেন না। নিরুপায় হয়ে স্বামীহারা বড় বোন আয়েশা আক্তার তার খোঁজ খবর নিচ্ছেন। ঘটনাটি ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে। আয়েশা আক্তার জানান, তার স্বামীও এক বছর আগে মারা গেছেন, তিনি কোন মতো চলেন। ছোট বোন তাছলিমার পিছনে খরচ করার সামর্থ তার নেই। বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য চেয়ে কোন রকমে চিকিৎসা করা হচ্ছে। তিনি বলেন, গত তিন বছর ধরেই তাছলিমা অসুস্থ, তিন বছরে বেশিরভাগ সময়ই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে। তিনবার আইসিওতেও নেয়া হয়। ডাক্তার বলেছেন, যদি এক মাসের মাধ্যে অপারেশন করা না হয়, তবে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভবনাই বেশি। তিনি বোনের চিকিৎসার জন্য মানবিক সাহায্য কামনা করছেন। কোন বিত্তবান ও স্বহৃদয় ব্যক্তি যদি ছোট বোনের অপারেশনের জন্য সাহায্যের হাত বাড়াতেন, তবে হয়তো, তার বোনটি সুস্থ হয়ে ফিরে আসতো। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নম্বর ০১৭৯১৯৪৫৩৪৩ (বড় বোন আয়েশা আক্তার)

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com