প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
একটি ফ্যাক আইডি থেকে আমাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করায় আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদে উল্লেখ করা হয়েছে যে, গত ১১/৯/২৫ ইং তারিখে বিএনপি নেতা শাহজাহান খান তার গুন্ডাবাহিনীসহ ৪টি দোকান ভেঙে নতুন করে স্থাপনা বানানোর উদ্দেশ্যে ২ ট্রাক বালু ফেলে দখল নেয়ার চেষ্টা করছে।এসময় সেকেন্ড অফিসার তাহের সাহেব বাধা দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

‎একজন দোকানদার উদৃতি দিয়ে সংবাদে বলা হয়, শাহজাহান থানার মোরের ১৩টি দোকান থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা চাঁদা নেয়। বিএনপির বড় বড় নেতাদের দোহাই দিয়ে থানার মোড়ে অব্যাহতভাবে চাঁদাবাজির পরিবেশ সৃষ্টি করেছে।

‎টিএনটি রোডের জায়গা দখল করে বিশাল স্থাপনা ‘মোতালেব হোটেল’ নির্মাণ করে সেখান থেকেও মাসিক মোটা অঙ্কের চাঁদা নিচ্ছে।
যা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোধিত। উল্লেখ যে, থানা মসজিদে আমাদেরও জায়গা রয়েছে। তাছাড়া মসজিদের সামনের বিশাল মার্কেটসহ পিছনের সমুদয় জমি আমার বাপ দাদার এবং বেশ কয়েক বছর আগে মার্কেটের পিছনের আমাদের নিচু জমিটুকু ৬/৭ লাখ টাকার বালি ফেলে সমান করেছি। একটি কুচক্রিমহলের প্ররোচনায় আমাকে সামাজিক ভাবে হেয় করার জন্য এই ভুয়া সংবাদ পরিবেশন। আমি ওই ভুয়া, মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ সংবাদের তীব্র প্রতিবাদ করছি।
মো: শাহজাহান খান, থানামোড়, ভালুকা পৌরসভা, ময়মনসিংহ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com