প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১০, ২০২৫ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত একটি বিশ্রামাগার এবং পাবলিক শৌচাগার উদ্বোধন করা হয়।

বুধবার ( ১০ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্রামাগার এবং পাবলিক শৌচাগার উদ্বোধন করা হয়।

সদর সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা বিশ্রামাগার ও পাবলিক শৌচাগারটি উদ্বোধন করেন।
এ সময় ত্রিশাল উপজেলা সাব-রেজিস্ট্রার ওমর ফারুক, মুক্তাগাছা সাব-রেজিস্ট্রার সাইফুল বারি এবং বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন, ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে দাতা ও গ্রহীতাদের বসার জন্য একটি বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণের কাজ চলছিল। সকলের সহযোগিতায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রতিদিন গড়ে অফিসের প্রায় ৬০/৭০ জন সেবাপ্রার্থী এই বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারবেন। এছাড়াও, এখানে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার, মহিলাদের জন্য নামাজের স্থান (প্রেয়ার রুম) এবং ব্রেস্টফিডিং রুমের (শিশুদের দুধ খাওয়ানোর স্থান) ব্যবস্থা রয়েছে, বলে জানান জাহিদ হাসান।
তিনি আরও বলেন, এখানে সেবাপ্রার্থীরা যারা আসেন, বসার জায়গার অভাবে তাদের ইতস্তত ঘোরাফেরা করতে হতো। সেই প্রয়োজন অনুযায়ী বিশ্রামাগার ও শৌচাগার নির্মাণ করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সভাপতি বাবুল, দলিল লেখক সুলতান আহমেদ সরকার, শওকত, রনি, রিপন, জনি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com