প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১০, ২০২৫ সময়ঃ ১০:১৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান “পিবাড়ীয়া গ্রুপ – ইসলামের আলো”- ২০২৫ আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ৬টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল হিফজুল কুরআন। এছাড়াও, শিক্ষার্থীদের অংশগ্রহণে আযান-একামত এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অপরদিকে বৃহস্পতিবার বাদ যোহর নামাজের পর থেকে শুরু হবে ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা ও বায়তুন নুর জামে মসজিদ এর উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি মোঃ নুরুজ্জামান খান রানা সার্বিক তত্ত্বাবধানে মাদরাসা মাঠে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে মজ ৬ষ্ঠ ইসলামী বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
গফরগাঁও জে এম সিনিয়র ফাজিল মাদরাসা অবসরসর প্রাপ্ত প্রভাষক হযরত মাওলানা আবুল হুসাইন এর সভাপতিত্বে সম্মেলনে ওয়াজ করবেন বিভিন্ন অঞ্চল থেকে আসা আলেম- উলামাগণ।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com