প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩০, ২০২৫ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বিদ্যালয়ের প্রিয় শিক্ষিকার বিদায়। ফুল হাতে নিবেদন করা হচ্ছে ভালোবাসা। ছাত্রী- শিক্ষকসহ অশ্রুসিক্ত পুরো গ্রামবাসী। গাঁদা আর গোলাপ ফুলে সাজানো হয়েছে প্রাইভেটকার গাড়ি। শেষ বারের মতো বিদ্যালয় ত্যাগ করছেন শরীর চর্চা শিক্ষিকা মমতাজ বেগম। এমনই রাজকীয় এক সংবর্ধনায় তাকে জানানো হয় বিদায়।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মমতাজ বেগম। দীর্ঘ জীবন সততা আর নিষ্ঠার সাথে ছিলেন শিক্ষকতার সঙ্গে। সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। তাইতো বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন ছাত্রী সহ এলাকার নানা পেশাজীবীর মানুষ।
শনিবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এই গুণী শিক্ষিকার বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্চ থেকে ফুলেল শুভেচ্ছাসহ হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান তিনি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সারোয়ার আলম।
সিনিয়র শিক্ষক সারোয়ার জাহান বাহার ও সহকারী শিক্ষক মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ সিদ্দিকী, নবী হোসেন ও রফিকুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুবাইতা জাহান ময়না সহ আরো অনেকেই।
এসময় আলোচকগণ বিদায়ী শিক্ষকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষিকা নিজের অনুভূতি ব্যক্ত করেন।
সাবেক শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষক ইসরাত জাহান স্বর্ণা বলেন, মমতাজ ম্যাডাম অনেক ভালো ছিলেন। ওনার কাছ থেকেই জীবনের ব্রতগুলো শেখা। সব সময় সন্তানের মতো শাসন, স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আমাদের।
ময়না নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ম্যাডামকে আর ক্লাসে পাব না, ভাবতেই কষ্ট হচ্ছে। সব কিছু খুব মিস করব। এমন শিক্ষিকাই আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষিকা মমতাজ বেগম। তিনি বলেন, আমি দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছি। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনা করানো, বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে। ছাত্রী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাই আমাকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি গর্বিত ও আনন্দিত। এই ভালোবাসাকে পুঁজি করেই বাকি জীবন কাটিয়ে দিতে পারব।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষিকা মমতাজ বেগমকে একটি সুসজ্জিত ফুল দিয়ে সাজানো প্রাইভেটকার গাড়িতে চড়ে বিদ্যালয় থেকে পাঁচবাগ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
###

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com