প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৯, ২০২৫ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভয়াবহ গ্রামের প্রবাসী আবুল কাশেমের বাড়ি ঘর ভেকু ও বল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। হামলায় কলেজ ছাত্রীসহ ৩ নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটায়। কলেজ ও অনার্স পড়ুয়া দুই সন্তানসহ খোলা আকাশের নিচে অবস্থান করছেন ওই পরিবার। এ ঘটনায় প্রবাসীল ছেলে নাজমুল মিয়া বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আসাদ উল্ল্যাহ চৌধুরী দ্রুবসহ ৩৪ জনের নামে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব এক সাংবাদিক সম্মেলন করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, কুয়েত প্রবাসী আবুল কাশেম তার পরিবার নিয়ে ভয়াবহ মৌজার সিএস-১৩৫, বিএস ৬২৪দাগে ৩৬ শতাংশ জমিতে বাড়ি ঘর নিয়ে নির্মাণ করে বসবাস করছেন। কয়েক দিন যাবৎ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ওই জমি বিক্রির জন্য তাদের বিভিন্ন ভাবে চাপ দিতে থাকেন। প্রবাসীর পরিবারের পক্ষে থেকে নর্থনীট ইন্ডাস্ট্রিজ লিঃ এর জিএম এর সাথে যোগাযোগ করে ওই জমি হস্তান্তর চূড়ান্ত করেন। গত এক মাস যাবৎ কয়েক বার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার রাতে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই বাড়িটি ঘিরে ফেলে এদল সন্ত্রাসী। ওই সময় বাড়ির কলেজ পড়ুয়া ছাত্রী কনিকা (১৬), মোছাঃ নাজমা বেগম(৫০) ও রমিজা খাতুন (৬০)বাঁধা প্রদান করলে তাদেরকে মারধর করে। সন্ত্রাসীরা এলোপাথারি ভাবে ঘরে থাকা খাট, সুকেজ, আলমারী, চেয়ার, টেবিল, ফ্রিজ সহ মালামাল ভাংচুর করে এবং কোম্পানির ভেকু ও বল্ডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয় বাড়ি ঘর। এ সময় আশপাশের লোকজন খোঁজ পেয়ে বাধা দিতে আসলে সন্ত্রাসীরা হুমকি দেয়। ঘন্টাব্যাপি সন্ত্রাসী তান্ডব পরিচলনা করার সময় পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা চলে যায়। বর্তমানে আবুল কাশেমের এক মেয়ে ময়মনসিংহ মুসলিম কলেজের দ্বিতীয় বষের্র ছাত্রী কনিকা ও আরেক ছেলে নাছিরাবাদ কলেজের অনার্সের ছাত্র নাছির উদ্দিনসহ তাদের পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ক্ষতিগ্রস্ত নাজমুল মিয়া বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব (৪৫), আতাহার মন্ডল (৫৫), নিজাম উদ্দিন নিজু (৪৫), শাহরিয়ার অনন্ত (২৮), সেলিম সরকার (৪৫),ওয়াদুদ সরকার (৬০) মফিজুল ইসলাম (৫০),সাইফুল তালুকদার (৫৫), হুমায়ন ইসলাম হনুসহ (৬০) অজ্ঞাতনামা আরও ২০/২৫ সন্ত্রাসী আমার বসতঘর গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এদের নামে আমি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আসাদ উল্ল্যাহ চৌধুরী ধ্রুব ভালুকা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলন করে ওই ঘটনা সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, নর্থনীট ইন্ডাস্ট্রিজ লিঃ অদ্যাবধি কোনো জমি দখল করে নাই। কোম্পানি একবারের জমি একাধিকবার ক্রয় করতে বাধ্য হয়েছে। ভাংচুরের ঘটনায় তিনি বলেন, নাজমা আক্তার ও তার ছেলে রাতের আধারে ওই জমিতে ঘর নির্মাণ করার সময় কোম্পানির লোকজন এসে বাঁধা দেয়।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় দুই পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।