প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৮, ২০২৫ সময়ঃ ৮:৫৬ অপরাহ্ণ

ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশী মদ সহ ১ মাদক কারবারি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি নাম মোঃ কাশেম আলী(৫০)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১৪ ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল বুধবার (২৭ আগস্ট) বিকালে পৌনে ৩ টায় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন ‘মেসার্স এ ছালাম হার্ডওয়্যার’ এর দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী “রাজীব” নামক একটি বাস চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে বাসটি থামায়। বাসটি থামানোর পর বাসের সুপার ভাইজার, হেলপার ও উপস্থিত যাত্রীদের উপস্থিতে যাত্রীদের ব্যাগ, বাসের বক্সে থাকা মালামাল তল্লাশীকালে বাসের বক্সের এক কোনায় সাদা রঙের প্লাষ্টিকের বস্তা দেখে সন্দেহ হয়। সুপারভাইজারের মাধ্যমে সন্দেহজনক বস্তাটি ধৃত আসামী মোঃ কাশেম আলী এর বলে নিশ্চিত হয় এবং অবৈধ বিদেশী মদ আছে বলে ধৃত আসামী স্বীকার করে। এ সময় তার কাছ থেকে ২০ বোতল বিদেশী মদ, মাদক ক্রয়-বিক্রয়ের অবৈধ নগদ ৬৭ হাজার ৫০০ টাকা এবং ২ টি মোবাইল জব্দ করা হয় । উদ্ধারকৃত বিদেশী মদের অবৈধ বাজার মূল্যে আনুমানিক ২ লক্ষ টাকা।
র্যাব আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।