প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৩, ২০২৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নলচিড়া পালেরবাজারে বিএনপি কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে সদস্য এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান।
তিনি বলেন, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই নির্বাচন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম এ মালেকের সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতা ইয়াহিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, বিএনপি নেতা মোকসেদুর রহমান লিটন, শাহনেওয়াজ কবির বাচ্চু, তাইজ উদ্দিন, আবুল কালাম গেনু, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা মৎস্যজীবি দলের আহবায়ক সাদির বেপারী, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা তাঁতিদলের আহবায়ক মনির হোসেন দপ্তরী, সদস্য সচিব শাহাদাত নাসির, পাগলা থানা জাসাসের সদস্য সচিব কামাল হোসেন, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা, পাগলা থানা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
#####