প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২২, ২০২৫ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি কারখানার প্রডাকশন ম্যানেজারের (পিএম) বিরুদ্ধে। ওই ঘটনায় গত বৃহষ্পতিবার (২১ আগস্ট) থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ওই নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী শ্রমিক ভালুকা উপজেলার মেহেরাবাড়ি গ্রামে অবস্থিত লাবিব গ্রুপের শিল্প প্রতিষ্ঠান সুলতানা সুয়েটার্স লিমিটেডে নিটিং অপারেটর হিসেবে কর্মরত থাকাবস্থায় একই কারখানার পিএম মোছলেম উদ্দিন বিভিন্নভাবে ফুসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এবং একপর্যায়ে বিয়ের প্রলোভনে পিএম স্ত্রীর পরিচয়ে বিভিন্ন স্থানে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে থাকেন। সর্বশেষ তিনি গত ২ জুলাই সন্ধ্যায় ওই নারীকে উপজেলার স্কয়ার মাস্টাবাড়ি এলাকায় অবস্থিত তেপান্তর আবাসিক হোটেলে নিয়ে যান এবং ওই নারীকে রাতে একাধিকবার ধর্ষণ করেন। পরে, ওই নারী শ্রমিক বিয়ের জন্যে চাপ দিলে পিএম তালবাহানা শুরু করেন। একপর্যায়ে পিএম ওই নারীকে বিয়ে করতে অসম্মতি জানান এবং গত ১৪ জুলাই তাকে কারখানা থেকে বের করে দেন। পরে, ওই নারী বাদি হয়ে গত বৃহষ্পতিবার (২১ আগস্ট) রাতে ভালুকা মডেল থানায় অভিযোগ করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ওই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোট পড়া হয়েছে: ৩০