প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২০, ২০২৫ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে মোবাইল কোর্টে ২ ট্রাক চালককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগ উঠে, পৌর শহরের ব্যস্ততম রাস্তার উপর আইন অমান্য করে বেশ কিছু যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর মধ্যে দুইটি ট্রাক সরাসরি রাস্তার উপর পার্কিং করে রাখায় জামতলা মোড় থেকে চাদনী মোড় পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীর সালমান রনি
ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে বাজারে রাস্তার উপর দুইটি ট্রাক পার্কিং করে রাখায় অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুইজন ট্রাকচালকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ট্রাক চালকরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।
উপজেলা প্রশাসন ও গফরগাঁও থানা পুলিশের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com