প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৯, ২০২৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছের অবমুক্তকরণ করা হয়েছে।
গত সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, সফল মৎস্য চাষী শফিকুল ইসলাম সবুজ, বেলায়েত হোসেন ও শাখাওয়াত হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে তিনজন সফল মৎস্য চাষীদের পুরস্কৃত ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com