প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৫, ২০২৫ সময়ঃ ১১:২৩ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

‎ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামের বাড়িতে
কারও না থাকার সুযোগে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
‎স্থানীয়রা জানায়, শুক্রবার (১৫ আগষ্ট) ভোর রাতে বাড়িতে আগুন দেখে স্থানীয় ফায়ার সার্ভিসে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে অগ্নিনির্বাপক দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এসময় বাড়িতে পরিবারের কেউ ছিলনা বলে অগ্নিকান্ডের ঘটনা জানতে পারেনি কেউ। এদিকে এ ঘটনায় স্থানীয়ভাবে অসন্তোষ ও দলীয় উত্তেজনা বিরাজ করছে।
‎পরিবার সূত্রে জানা যায়,বাড়িটিতে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও ঐতিহাসিক দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। দুর্বৃত্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির আসবাবপত্র থেকে গৃহস্থালি কোনো কিছুই রক্ষা পায়নি। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এ ‎ঘটনার পর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থলে ছুটে যান।
তিনি বলেন, বিএনপির ইতিহাস মুছে ফেলার পরিকল্পিত হামলা এটি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
বিএনপির নেতা ‎প্রয়াত নাজমুল হকের বড় ছেলে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
ছোট ছেলে নাদিমুল হক বলেন, আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের দলিল। এটি নিছক আগুনের ঘটনা নয়, এটি বিএনপির অস্তিত্বের উপর আঘাত।
‎পৌর বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ফজলুল হক বলেন, এটা পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিবেন।
‎গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন , ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com