প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৫, ২০২৫ সময়ঃ ১১:২০ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ -সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৬ টায় পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া (পালের) বাজার বিএনপির দলীয় কার্যালয় সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ইয়াহিয়া খানের পরিচালনা এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমানে সদস্য এ্যাডঃ আল ফাতাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ন মহাসচিব মো: জাকারিয়া শরিফ।
এছাড়াও বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, জেলা দক্ষিণ যুবদল নেতা উজ্জ্বল, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান,
পাগলা থানা তাঁতিদলের সদস্য সচিব মনির দপ্তরি, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, বিএনপি নেতা শাহনেওয়াজ কবির বাচ্চু, মোঃ ফয়েজ, আলাউদ্দিন ধনু, মানিক মেম্বার প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। আর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এমদাদুল হক।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন তিনি।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com