প্রকাশিত হয়েছেঃ জুন ২৭, ২০২৫ সময়ঃ ১০:৫০ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

উপমহাদেশের প্রখ্যাত আলেম, ইসলামী মনীষা ও সাবেক এমএলএ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:)- এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান কমিটির সদস্য ও ধলা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম।

আজ শুক্রবার (২৭) বাদ জুম্মা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ গ্রামে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে এই কবর জিয়ারতে অংশ নেন তিনি। এসময় জাতীয়তাবাদী ওলামাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য হাফেজ মাওলানা নুর হোসেন, সৌদি আরব দাম্মাম বিএনপি নেতা মকবুল হোসেন ফকির, ধলা স্কুল এন্ড কলেজের অফিস করনিক ওসমান গনি, শামসুল হুদা পাঁচবাগী (রহঃ) দৌহিত্র সারোয়ার জাহান জুয়েল, পাঁচবাগী (রহঃ) কনিষ্ঠ কন্যা ফারজানা ইয়াসমিন বন্যা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুম্মার নামাজ শেষে প্রথমে তিনি উপমহাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, কওমি আন্দোলনের পথিকৃৎ মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:)–এর কবরে উপস্থিত হয়ে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এসময় হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বলেন, “এই আলেম শুধু ধর্মীয় অঙ্গনে নয়, জাতির চিন্তা-চেতনায় আলোর দিশারি হিসেবে কাজ করেছেন। তাঁর জীবনাদর্শ আমাদের রাজনীতিতে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও জনকল্যাণের শক্ত ভিত গড়ে দেয়।”
কবর জিয়ারতের সময় দেশ ও জাতির কল্যাণ, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং গুম-খুন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com