প্রকাশিত হয়েছেঃ জুন ২৮, ২০২৫ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। নিহত রফিকুল ইসলাম পশ্চিম বালিখা গ্রামের মরহুম হাসেম আলীর ছেলে বলে জানা গেছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সুজাত দেওয়ান এবং খলিল গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিক মামলাও চলমান আছে। সেই বিরোধের জেরেই রফিকুল ইসলাম নিহত হন। আহত অন্য তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com