প্রকাশিত হয়েছেঃ জুন ২৮, ২০২৫ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় চলমান আসর থেকে চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পূর্ব হিজলী পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আকুল (৩২), একই গ্রামের জাফর আলীর ছেলে মো. আবদুর রাজ্জাক (৪২), সরবেশ আলীর ছেলে মো. সানোয়ার হোসেন ((৪০) ও ওমর আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৫৪)। ভালুকা মডেল থানা পুলিশ শুক্রববার রাতে একই গ্রামের কিসমত আলীর পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পূর্ব হিজলীপাড়ার কিসমত আলীর পরিত্যাক্ত একটি ঘরে একটি আসরে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ এবং জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, জুয়ার আসর থেকে গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
মোট পড়া হয়েছে: ৬