প্রকাশিত হয়েছেঃ জুন ২৭, ২০২৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ব্যবস্থাপনায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি), বৃহস্পতিবার (২৬/ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি ক্যাম্পের আয়োজনে জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়, স্থান ফুলতলা বাজারে বিকাল সাড়ে ৪ ঘটিকায়।
ফুলতলা ক্যাম্প কামান্ডার মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, আব্দুল আলিম সেলু ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পশ্চিম বটুলী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন, ফুলতলা বাজার জামেমসজিদের ইমাম মাওলানা শায়েখুল ইসলাম সাদি প্রমুখ। উপস্থিত ছিলেন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।