প্রকাশিত হয়েছেঃ জুন ২৫, ২০২৫ সময়ঃ ৯:২১ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ১৫ আগষ্ট পর্যন্ত ময়মনসিংহ জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষ থেকে। ময়মনসিংহ জেলা প্রশাসনের বরাতে দেয়া একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা যায়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক আরো নির্দেশনা দেওয়া হয় যে, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুর চারশত গজের মধ্যে সকল ফটোকপি মেশিন ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখতে হবে।

উল্লিখিত সময়ের মধ্যে কোন কোচিং সেন্টারের কার্যক্রম চলমান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। নির্দেশনাটি ২২ জুন ২০২৫ তারিখ হতে চলমান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com