প্রকাশিত হয়েছেঃ জুন ২৫, ২০২৫ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বনির্ভরতার পথে নারীদের এগিয়ে নিতে শুরু হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউভি) কার্যক্রমের উপজেলার ১৫ ইউনিয়নের
উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া।
বুধবার (২৫ জুন) উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত দুই দিনব্যাপী এই কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া এ লটারিতে ইউনিয়নসমূহের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই বছর ব্যাপী বাস্তবায়িত হবে এই ভিডব্লিউভি কার্যক্রম। এতে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারীদের মাঝে স্বনির্ভরতা অর্জনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় উপজেলা প্রশাসন।
###