প্রকাশিত হয়েছেঃ জুন ২৫, ২০২৫ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় উজান মাহমুদ রুবেলের বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও অবৈধ বিদেশী মদের বোতল উদ্ধার করা করেছে যৌথবাহিনী। মাহমুদ রুবেল উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মৃত মোক্তার হোসেন খানের ছেলে।
জানা যায়, গোপন সুত্রে সংবাদ পেয়ে যৌথবাহিনী বুধবার (২৫ জুন) ভোর রাতে উজান মাহমুদ রুবেলের বাসায় অভিযান চালায় । অভিযানে দেশীয় অস্ত্র ও অবৈধ বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়। ওই সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবেল পালিয়ে যান। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত আলামত মডেল থানা হেফাজতে নিয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে এর আগেও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মোট পড়া হয়েছে: ১২