প্রকাশিত হয়েছেঃ জুন ২৫, ২০২৫ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন হক মার্কেটের সামনে থেকে বুধবার (২৫ জুন) বিকেলে এক প্রবাসীর স্ত্রীর নিকট থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। ওই ঘটনায় স্থানীয়রা আল আমীন (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ দিয়েছে। আল আমীন ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকার আলী নূরের ছেলে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার সাতেঙ্গা গ্রামের প্র্রবাসি মোস্তাফিজুর রহমানের স্ত্রী দিলারা (৩৫) গতকাল বুধবার (২৫ জুন) পুবালী ব্যাংক ভালুকা শাখা থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। পরে, তিনি হক মার্কেটের সামনে থেকে ফল কিনে রিক্সায় উঠার সময় এক ছিনতাইকারী তার বেগ থেকে এক লাখ টাকা পালাতে থাকে। ঘটনাটি টের পাওয়ার সাথে সাথেই স্থানীয় জনতা ধাওয়া করে ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ছিনিয়ে নেওয়া টাকা ধৃত আল আমীনের নিকট থেকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।
মোট পড়া হয়েছে: ১৫