প্রকাশিত হয়েছেঃ জুন ২৪, ২০২৫ সময়ঃ ১১:৩৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গফরগাঁও উপজেলা শাখার
ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বাস্থ্য সহকারীরা বলেন, তারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে। এসময় তারা দাবি আদায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য সহকারীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— ১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করে ১৪তম গ্রেডে উন্নীতকরণ ২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নয়ন ৩. পদমর্যাদায় ‘টেকনিক্যাল’ স্বীকৃতি প্রদান ৪. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত ৫. চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা ৬. মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় রেখে নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, গোলাম রবসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
####