প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৪, ২০২৫ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘নতুন ধারা নতুন দেশ, সুস্থ সংস্কৃতির বাংলাদেশ ‘ এ শ্লোগানে সাংস্কৃতিক সংগঠন মুসলিম ইয়ুথ ফোরাম এর
উদ্যোগে হয়ে গেলো ইসলামি সঙ্গীত সন্ধ্যা ও ঈদ পুনর্মিলনী।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর মাদরাসা মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর হাফেজ মাওলানা আব্দুল্লাহ সালমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইসলামিক সঙ্গীত শুনতে মাঠে ভিড় জমান দর্শকরা। অনুষ্ঠান শুরুর আগেই দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। তাই শিল্পীরা হতাশ করেননি দর্শকদের। বিকেল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।
এতে ইসলামি সঙ্গীত, হামদ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব ও আমন্ত্রিত শিল্পী আবু ওবায়দা, মাহমুদ হুজাইফা, তাওহিদ জামিল, তাহসিনুল ইসলাম এবং স্থানীয় শিল্পীদের মধ্যে আলঔ আমিন মজনু, ইসমাইল খান, এস এম সাহিল, হাফেজ তাওসিফ বিন ইউসুফ, নাভিদ আল হোসাইন।
জাগরণী নাশীদ শিল্পী ও উপস্থাপক ইউসুফ বিন মুনিরের পরিচালনায় ইসলামি সঙ্গীতানুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উক্ত এলাকায় কৃতি সন্তান এ্যাডঃ আল ফাতাহ্ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব অধ্যাপক জাকারিয়া শরিফ।
এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়াহইয়া খান।
প্রধান অতিথি এ্যাডঃ আল ফাতাহ্ খান তার
বক্তব্যে অপসংস্কৃতির কবল থেকে গফরগাঁওবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এমন সুন্দর অনুষ্ঠান আয়োজিত হতে দেখে খুবই উচ্ছ্বসিত লাগছে। আমি চাই এরকম সুস্থ সংস্কৃতি আমাদের গফরগাঁওসহ দেশে ছড়িয়ে পড়ুক। আমরা যেন এমন অনুষ্ঠান আরো বেশী দেখতে পাই তার ইচ্ছা পোষণ করছি।
#####