প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৫, ২০২৫ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পুরো এলাকার স্বপ্নের একটি বিয়ে, সম্মিলিত প্রচেষ্টায় তিনদিন ব্যাপি নানা জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী সুমনের বিয়ে সম্পন্ন করলেন গ্রামবাসী। ব্যতিক্রমী এই বিয়ের নানা কার্যক্রমের গল্প এখন সারা ভালুকার জনসাধারণের মুখে মুখে। দৃষ্টিপ্রতিবন্ধী সুমনের আপন বলতে কেউ নেই, তবে পুরো গ্রামবাসীই যেনো তার আপনজন। বিয়েতে ব্যান্ডপার্টি নিয়ে দুইশতাধিক বরযাত্রী পায়ে হেটে আনন্দ উল্লাস করে কনের বাড়িতে যান। আট শতাধিক দাওয়াতি মেহমানদের জন্য বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাতিক্রমি এই বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পরলে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার দক্ষিণ মনোহরপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে গত ৪ এপ্রিল (শুক্রবার) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের দৃষ্টিপ্রতিবন্ধী সুমনের সাথে পার্র্শ্বতী শ্রীপুর উপজেলার যোগীরছিট গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ফাহিমা আক্তারের এই বিয়ে সম্পূর্ণ হয়। বিয়েতে ধার্যকৃত দেনমোহরের এক লক্ষ টাকার মধ্যে নব্বই হাজার টাকার গহণা ও দশ হাজার টাকা নগদ পরিশোধ করে ইয়াং স্টার ক্লাব। বিয়ে উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে প্রথম দিন গায়ে হলুদ, দ্বিতীয় দিন বিয়ে ও তৃতীয় দিন বউভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ে সম্পূর্ণ হয়। দক্ষিণ মনোহরপুর ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা রমজানুল ইসালাম মামুন বলেন, বিগত সময়ে এমন নজীরবিহীন বিয়ে আমরা ভালুকায় দেখিনি। দৃষ্টিপ্রতিবন্ধী এতিম সুমনের বিয়েতে ব্যতিক্রমী আয়োজনে খরচের পরিমান বেড়ে যাওয়ায় এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ইয়াংস্টার ক্লাব আয়োজনটি সফলভাবে সম্পূর্ণ করে। সভাপতি শান্ত বলেন, সুমনের বিয়েতে ব্যান্ডপার্টি নিয়ে দুইশতাধিক বরযাত্রী পায়ে হেটে আনন্দ উল্লাসে কনের বাড়িতে যান এবং বউভাত অনুষ্ঠানে আট শতাধিক মেহমানের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। যার সম্পূর্ন ব্যয়ভার এলাকাবাসি ও ক্লাব বহন করেছে পরবর্তীতে দৃষ্টিপ্রতিবন্ধী সুমনের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে জানান।
দাওয়াতি মেহমান ঝরনা অঅক্তার বলেন, এরকম বিয়ের অনুষ্ঠান আগে কখনো দেখিনি, এই অনুষ্ঠানে যোগদিতে পেরে আমরা আনন্দিত ও অভিভূত। অপর মেহমান মোছাঃ মীম আক্তার বলেন,  ইয়ং স্টার ক্লাবের যে সকল সদস্য অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি সাফল হয়েছে। তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি। এমদাদুল হক বলেন, বিয়েতে এসে খুবই ভালো লেগেছে, এরকম বিয়ে আগে কখনো দেখেনি, অনুষ্ঠানটি দেখে আমি গর্বিত। আমরাও এই বিয়ে অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি । অনুষ্ঠানে মেহমানদেরকে যথেষ্ট আপ্যায়ন করা হয়েছে, যা এলাকায় ব্যতিক্রম।
এলাকাবাসি ও ইয়াং স্টার ক্লাবের সদস্যদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দেলোয়ার হোসেন ধনু  বলেন, দক্ষিণ মনোহরপুর ইয়ং স্টার ক্লাবের সদস্যরা যে সফলতা দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসানীয়। একজন দৃষ্টিপ্রতিবন্ধীর বিয়েতে কোথাও এমন আয়োজন হয়েছে কিনা আমার জানা নেই, আমি নব দম্পতির সুখী ও সুন্দর জীবন কামনা করছি এবং ভবিষ্যতে ক্লাবের সদস্যরা এমন মহতী উদ্যোগে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com