প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩১, ২০২৫ সময়ঃ ১১:১৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নগরীর মাসকান্দা এলাকার ইয়াসমিন আবির (১৯) এবং পুরোহিত পাড়ার বাসিন্দা মেহেদী হাসান (২০)।
শুক্রবার(৩১ জানুয়ারি ) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টাযর দিকে ইয়াসিন ও মেহদি একটি মোটরসাইকেলে চড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুতগতি হওয়ার কারণে দিগারকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলাই দুজন নিহত হন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
মোট পড়া হয়েছে: ১২২