প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩১, ২০২৫ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার পাগলা থানাধীন সাহেব আলী একাডেমি স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো. আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সোহাগ খান, উপদেষ্টা লুৎফর রহমান, দত্তের বাজার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এম এ মালেক, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য উজ্জল আহমেদ পাপ্পু, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রবাসী ঐক্য পরিষদের সদস্য জীবন মিয়া, রিপন হোসেন, আশরাফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
##