প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩০, ২০২৫ সময়ঃ ৮:০০ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় আওয়ামীলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর আ.লীগের সহসভাপতি ও আনন্দমোহন কলেজের সাবেক ভিপি গোলাম ফেরদৌস জিল্লু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নগরীতে শহীদ সাগর হত্যাসহ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com