প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৯, ২০২৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ
যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । যতক্ষণ গায়ে শক্তি আছে, মস্তিষ্ক সচল আছে, ধমনীতে রক্ত আছে আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের আয়োজনে জুলাই বিপ্লব শীতকালীন টুর্নামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এসব কথা বলেন।
আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়ার সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি ও মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, কোষাধ্যক্ষ (অ. দা.) অধ্যাপক ড. হুমায়ূন কবির, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খাইরুল হাসান এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
এসময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আরোও বলেন, এ হলের অনেক সুন্দর ইতিহাস ছিল। বিগত ১৬ বছরে এ হলের পরিবেশসহ যা কিছু নষ্ট হয়েছে তা পুনর্গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানকালীন সময়টিতেই সত্যিকার অর্থে নিজেকে গড়ে তোলার সময়। এ সময়টা বাবা-মাকে ছেড়ে এসে বড়দের কাছ থেকে শেখা এবং ছোটদের সাথে সহমর্মিতা গড়ে তোলার সময়। আমরা আশা করবো হলেরে পরিবেশগুলো আবার ফিরিয়ে আনতে পারবো।
পাঁচটি ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের বিজয়ীদের এসময় পুরস্কৃত করা হয়। ভলিবল খেলায় লেবেল-৩ এর ছাত্ররা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ব্যাডমিন্টনে পার্থ পাল ও ইরফান, টেবিল টেনিসে শামীম ও খালিদ বিন কাইয়ুম, ক্যারাম খেলায় মোহাম্মদ রকিবুজ্জামান ও হাবিবুল বাশার এবং দাবা খেলায় মোঃ শামীম মিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও বিগত সময়ে হলের সাধারণ ছাত্রদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন-নিপীড়ন বা অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ ছাত্রদের নিরাপদ রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হলের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার ও বর্তমান লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে হলের হাউস টিউটর এবং কর্মকর্তা-কর্মচারী সহ শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাগলা থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া মাহফিল
- গফরগাঁওয়ে এ্যাড. আল ফাতাহ খানের উদ্যোগে ৮টি ইউনিয়নে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
- গফরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে শিফা ও দোয়া মাহফিল
- গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুখী মাজারে দোয়া ও মিলাদ মাহফিল
- গফরগাঁওয়ে জমিয়তের প্রার্থী মাওলানা বাকী’র সমর্থনে নির্বাচনী জনসভা

