প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৯, ২০২৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও বহুলী দাখিল মাদরাসার সহকারী সুপার খাদেমুল ইসলামের গ্রামের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের বেঁধে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাতে উপজেলার বহুলী গ্রামে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ডাকাতির আগে বাড়ির মালিক খাদেমুলের স্ত্রীর মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। এ সময় ফোন রিসিভ করলে অপরপ্রান্ত থেকে কোন জবাব আসেনি। শুধু হুম শব্দটি আসে এবং এর কিছুক্ষর পরই ৫-৭ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ভেতরে ডুকে। এ সময় ঘরে থাকা লোকজনকে হাত-পা বেঁেধ ও মারপিট করে এবং নগদ ৫৫ হাজার টাকা ও দুই লাখ টাকার স্বার্ণালঙ্কার নিয়ে যায়। খোঁজ পেয়ে আশপাশের লোকজন আসতে থাকলে ডাকাতদল মাছবাহি পিকআপ ভ্যানে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক খাদেমুল ইসলালাম জানান, ডাকাতদল ঘরে প্রবেশ করে তার চোখ ও ফেলে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে নগদ টাকা ও স্বার্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় তার স্ত্রীকেও বেধম মারপিট করে। খোঁজ পেয়ে পাশের বাড়িতে থাকা তার ছোট ভাই শফিকুল ইসলাম আসতে চাইলে অস্ত্র উচিয়ে তাকে ডাকাদল তাঁড়া করে। পরে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে ডাকাতদল পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।