প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৯, ২০২৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার গোমুড়ী এলাকার মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৫ ঘটিকায় অবৈধভাবে পাহাড় টিলা কেটে রিসোর্ট তৈরী করার অপরাধে এবং সরকারী অনুমোদন না পাওয়া রিসোর্ট এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সানজিদা আক্তার। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সানজিদা আক্তার। এসময় মোবাইল কোর্ট অভিযানে তাঁকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে পাহাড় কেটে রিসোট তৈরী করার অপরাধে ৬ব্যাক্তিকে জরিমানা করা হয়। তারা হলেন, হাসান আহমেদ জাবেদ, ফয়সল আহমেদ, সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, শাজাহন উদ্দিন ভুইয়া, জহির মিয়া, ডাঃ সোহেল রানা তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।