প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৭, ২০২৫ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক কৃষকের চারটি গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল।
রোববার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে ওই চুরির ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই গ্রামের আবুল কাশেমের
গোয়ালঘরের তালা কেটে ৪টি গরু নিয়ে যায় চোরেরদল। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। সোমবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।