প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৬, ২০২৫ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ও সহযোগী সংস্থা (লেপ্রা বাংলাদেশ, হীড বাংলাদেশ, লেপ্রসী মিশন ইন্টারনেশনাল বাংলাদেশ ও আলো) এর সহায়তায় র্যালী ও আলোচনা সভার মাধ্যমে রবিবার (২৬ জানুয়ারি) বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। সকালে র্যালীর উদ্ভোধন করেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাক্তার মোঃ মামুনুর রহমান। র্যালীতে সকল শ্রেণীর লোকের সাথে কুষ্ঠ রোগী ও মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাকটর ও ছাত্র- ছাত্রী উপস্থিত ছিলেন। র্যালী শেষে কনফারেন্স রুমে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের পিও মোহাম্মদ আব্দুর রব জাকারিয়ার উপস্থাপনায় ও সিভিল সার্জন ডাক্তার মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্যে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ রবিউস সানি মৌলভীবাজার জেলার কুষ্ঠ রোগের চিত্র তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ ইব্রাহিম, মৌলভীবাজারের বিএনপি নেতা ও দৈনিক দিনকাল প্রতিনিধি সৈয়দ মমশাদ আহমদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব ও বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, কুষ্ট রোগ মুক্ত দেশ গড়ি। সিভিল সার্জন এই সময় কুষ্ঠ রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেই সাথে বাংলাদেশকে কুষ্ঠ রোগ মুক্ত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীদের কুষ্ঠ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রবিউস সানি ও ডা. মুরাদে আলম সহ সহযোগী সংস্থার প্রতিনিধিগণ।