প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৬, ২০২৫ সময়ঃ ১০:০৪ পূর্বাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকা হতে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা, চাঁন মিয়া (৬০) এবং খাইরুল ইসলাম ওরফে রতন (১৯)।
জানা গেছে, শনিবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ র্যাব-১৪ একটি আভিযানিক দল ভোর ৪ টায় কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ রেলক্রসিং এর পূর্ব পাশে মোর্শেদ এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে শেরপুর জেলার নকলা থানার মৃত ইদ্রিস আলী ছেলে মোঃ চান মিয়া এবং, রমজান আলীর ছেলে খায়রুল ইসলাম ওরফে রতন কে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৮ হাজার টাকা। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের র্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।