প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৫, ২০২৫ সময়ঃ ১০:৩৩ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা (টি টি ই)
আলহাজ্ব মকবুল হোসেন (৭৮) আর নেই। তিনি উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহির খারুয়া গ্রামের কৃতি সন্তান। গতকাল শনিবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর ময়মনসিংহ ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সামনে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, রেলওয়ে কর্মকর্তা – কর্মচারী, স্বজনসহ অসংখ্য মুসল্লিগণ। পরে মরহুমের মহিরখারুয়া গ্রামে বাড়ি সংলগ্ন দ্বিতীয় জানাজায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com