প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৪, ২০২৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের কার্যনির্বাহী ও আজীবন সদস্য এবং দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার ভালুকা প্রতিনিধি হাদিকুর রহমান হাদিস (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় ময়মনসিংহ (মমেক) মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ভালুকা উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুম হাদিকুর রহমান হাদিসের মৃত্যুতে ভালুকা প্রেসক্লাসের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সিনিয়র সহসভাপতি ও দৈনিক সকালের সময়ের ভালুকা প্রতিনিধি এমএ সবুর কোষাধ্যক্ষ ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান ফজলু, কালের কন্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান মনির ও যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েলসহ প্রেসক্লাব পরিবার শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে ভালুকা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাংবাদিক সমিতির সভাপতি এসএম শাহজাহান সেলিম ও সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী শোক প্রকাশ করেছেন।
মোট পড়া হয়েছে: ১৭৮