প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২১, ২০২৫ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ১ যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম বুলবুল আহমেদ সজীব (৩০)। সে নগরীর বলাশপুর মরাখোলা এলাকার মৃত.এমরান হোসেনের ছেলে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সোমবার জেলা গোয়েন্দা শাখার পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে স্বাধীন বাংলা একাডেমির সামনে থেকে  বুলবুল আহমদে সজিবের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, গ্রেপ্তারকৃতরা আসামী  বুলবুল আহমদে সজিব কে নিয়ে গাড়ীতে ওঠার সময় ধৃত আসামীর ডাক-চিৎকারে তার আত্মীয়-স্বজন ও তার প্রায় ২০০-২৫০ জন সমর্থক ধৃত আসামীকে  মাইক্রোবাসের সামনে এসে পথরোধ করে অভিযানে অংশগ্রহণকারী গোয়েন্দা পুলিশের সদস্যদের উপর আক্রমণ করে এবং ধৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এমতাবস্থায় জেলা গোয়েন্দা শাখার অপর একটি টিম তাদের সহায়তা করার জন্য ঘটনাস্থলে পৌঁছালে আসামীর
আত্মীয়-স্বজন ও তার উত্তেজিত সমর্থক দা, লাঠি- সোঠা ও লোহার রড দ্বারা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে।

এসময় তাদের বহনকারী দুইটি মাইক্রোবাস ভাংচুর করে প্রায় দুইলক্ষ) টাকা ক্ষতি সাধন করে এবং সহায়তাকারী টিমের এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম এর মাথার তালুতে রক্তাক্ত কাটা জখম হয়। উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com